ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

গরু-বাছুর নিয়ে ঝগড়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩১, ৪ জানুয়ারি ২০২৫

গরু-বাছুর নিয়ে ঝগড়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মো. নুরুল আবছার মামুন (২২) ও তার বড় ভাই মোহাম্মদ আবু মুসার মধ্যে একটি গরুর বাছুর নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আবু মুসা ছোট ভাই মামুনের কানকে কামড়ে দেন, যার ফলে কান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও, অবস্থার অবনতি হলে মামুনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আর কে

×