ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

মানবতার রাজনীতি ছাড়া আর কিছুই বৈধ নয়: ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত চেয়ারম্যান ইমাম হায়াত

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ২২:১৭, ৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:১৮, ৪ জানুয়ারি ২০২৫

মানবতার রাজনীতি ছাড়া আর কিছুই বৈধ নয়: ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত চেয়ারম্যান ইমাম হায়াত

ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার পক্ষে মানবতা রাজনীতি গ্রহণ করতে হবে। মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। কল্যাণের রাজনীতি নেই। অধিকার স্বাধীনতা রাজনীতি নেই।
পৃথিবীতে এখন মানবতা বিরোধী বস্তুবাদী রাজনৈতিক ধারা এবং ধর্মের নামে অধর্মের উগ্রবাদী ধারার রাজনীতি চলছে। এই দুই ধারা থেকে রাষ্ট্র, জীবন, স্বাধীনতা ও অধিকারকে মুক্ত করতে হলে মানববতার রাজনীতি করতে হবে। তিনি বলেন, মানববতার রাজনীতির বিপরীতে একক গোষ্ঠীর রাজনীতি সেটা ইসলামের নামে বা বিভিন্ন ধর্মের নামে অথবা বস্তুবাদী জাতীয়তাবাদীর চেতনার ধারায় চলে সেগুলো মানুষের রাজনীতি নয় বরং মানবজীবন বিরোধী। খুন, জুলুম, অবিচার, শোষণ আর মিথ্যার রাজনীতি।

তিনি বলেন, ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। প্রকৃত ইসলাম মানুষকে ভালোবাসা, কল্যান ও রক্ষার কথা বলে। তবে বর্তমানে ইসলামের নামে বিপরীত ধারার রাজনীতি চলছে। ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র সেটা রাষ্ট্র, ধর্ম এবং জীবনের জন্য ধ্বংসাত্মক। ইনসানিয়াত বিপ্লবের উপর দ্বীনের, মিল্লাতের মানবতার দায়িত্ব অর্পিত। তাই ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন প্রকৃত মানুষ হিসেবে অপরাজনীতি, বস্তুবাদ বা অধর্ম উগ্রবাদকে কখনো ভোট দিতে পারেনা। তাই দেশ ও স্বাধীনতার স্বার্থে মানুষ মানবতাকেই বেছে নিবে। তাই আগামী নির্বাচনে ৩শ আসনেই ইনসানিয়াতকে ভোট দিয়ে ইনসানিয়াতের রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমগ্র পৃথিবীকে মানবতার পৃথিবীতে পরিণত করতে হবে।

তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কলেজ মাঠে ইনসানিয়াত বিপ্লব আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন হাদিস বিশারদ ও তফসিরকারখ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। অনুষ্ঠানে জেলা ইনসানিয়াত বিপ্লবের সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হার রাহবার, প্রেসিডিয়াম সদস্য আরেফ সারতাজ, আবু আরার চিস্তি, অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ প্রমূখ। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক ভক্ত-আশেকানসহ দলীয় নেতাকর্মী অংশ নেয়। 

রাজু

×