ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বড়শিতে ধরা পড়ল ২০ কেজি ওজনের কোরাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০০:৩২, ৪ জানুয়ারি ২০২৫

বড়শিতে ধরা পড়ল ২০ কেজি ওজনের কোরাল

নাফ নদে বড় আকারের দুটি কোরাল মাছ ধরা পড়েছে

নাফ নদে বড় আকারের দুটি কোরাল মাছ ধরা পড়েছে। যা একটির ওজন ২০ কেজি, ছোটটির ১২ কেজি। বৃহস্পতিবার বিকেলে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের নাফ নদে হাইর হোছেন নামে এক জেলের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। পরে বিকেলে সাবরাং বাজারের ফোর স্টার ফিসিং মালিক মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমের কাছে মাছ দুটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম জানান, ইদানীং নাফ নদে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে।

×