ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

নির্বাচনে আ. লীগের আর ফিরে আসার সুযোগ নাই : জামায়াতের আমির

প্রকাশিত: ১৯:২৪, ৩ জানুয়ারি ২০২৫

নির্বাচনে আ. লীগের আর ফিরে আসার সুযোগ নাই : জামায়াতের আমির

ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে আবার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মীসভায় এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "কিছু মানুষ প্রশ্ন করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ফিরবে কি না, কিন্তু বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই।" তিনি আরও বলেন, নির্বাচন একটি সুষ্ঠু প্রক্রিয়া হওয়া উচিত, যা দেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। যারা দেশকে ভালোবাসে এবং দেশের প্রতি এক ইঞ্চি জমিও আমানত হিসেবে ধারণ করে, কেবল তাদেরই নির্বাচন করার অধিকার রয়েছে।

জামায়াতের আমির অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে অবৈধভাবে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে দেশে তাণ্ডব চালানো হয়েছে, যা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের থেকে কী ধরনের নির্বাচন প্রত্যাশা করা যায়?

ডা. শফিকুর রহমান আরো বলেন, "আগামী দিনে অতি জরুরি সংস্কার কাজ শেষ করে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে সবাইকে নিজেদের জায়গায় ফিরিয়ে নেবে।" তিনি দেশের বিভিন্ন দলগুলোর সমালোচনা করে বলেন, তারা দফায় দফায় ক্ষমতায় বসে জনগণের আমানত খেয়ানত করেছে। বিশেষ করে, সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী সরকার জনগণের প্রতি অত্যাচার চালিয়েছে, উল্লেখ করেন তিনি।

তিনি ভবিষ্যতে একটি সাম্যের বাংলাদেশ গঠনের কথা বলেন এবং জানান, এর জন্য লড়াই করতে হবে। জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, পাশাপাশি ইতিবাচক সমালোচনাও স্বীকার করতে চায়।

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা ঐক্যবদ্ধ জাতি। আমরা সম্মান চাই, বিদেশি বন্ধু চাই, তবে প্রভু চাই না। এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে।" তিনি আরও বলেন, "কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এমন কিছু হতে দেওয়া হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে।"

জামায়াতের আমির বলেন, "আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে চাকরির জন্য কোনো মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়।" তিনি জামায়াতে ইসলামীকে এ দায়িত্ব পালন করার অঙ্গীকারও করেন।

তিনি শেষ করেন, "আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে এবং নারী কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী সম্মানের সঙ্গে তার দায়িত্ব পালন করবে।"

আর কে

×