ঢাকার ধামরাইয়ে থার্টি-ফাস্ট নাইট উদযাপন করতে গিয়ে কিশোর গুলিবিদ্ধের ঘটনায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা নয়াপাড়াথেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
ধামরাই থানা পুলিশ জানায়, থার্টি ফার্স্টের রাতে এক কিশোরকে গুলির ঘটনার জেরে ধামরাই থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া দু’টি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানায় পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দু'টির ব্যালিস্টিক পরিক্ষার জন্য পাঠানো হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মোহাম্মদ আলী