ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:৪৮, ৩ জানুয়ারি ২০২৫

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

বিএনপি

দুই মাস না যেতেই শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির স্থগিত ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। 
 
জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

শহীদ

×