ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ইজতেমা ময়দানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ০০:০৭, ৩ জানুয়ারি ২০২৫

ইজতেমা ময়দানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবে। পুলিশের পক্ষ থেকে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর, ইজতেমা ময়দান এবং এর আশেপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ।

রাজু

×