কারাগারেই বাবার লাশ দেখলেন ইউপি চেয়ারম্যান
বাবার মৃত্যুর সংবাদে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল রুবেল। তার আবেদন মঞ্জুর না হওয়ায় কারা কর্তৃপক্ষ মরদেহ কারাগারের ভেতরে এনে শেষবার দেখার সুযোগ দিয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুল্যান্সটি কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। সেখানে বাবাকে শেষবার দেখেন রুবেল। কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার রীতেশ চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রুবেলের বাবা জিয়া উদ্দিন রবিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মারা যান।
পারিবার সূত্র জানিয়েছে, বাবার জানাজায় অংশ নিতে রুবেলের প্যারোলে মুক্তির অনুমতি চেয়ে সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তার আইনজীবী সুজিত কুমার দে। কিন্তু মুক্তি দেওয়া হয়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে নিরাপত্তার স্বার্থে ইউপি চেয়ারম্যানের পক্ষে করা আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষকে জেলগেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।
রুবেলের মা নূর জাহান বেগম জানান, অনেক চেষ্টা করেও কিছুক্ষণের জন্য ছেলের মুক্তির ব্যবস্থা করা যায়নি। তাই জেলেই বাবার লাশ নিয়ে যাওয়া হয়। পরে বাড়িতে আবারও ওর বাবার জানাজা হয়।
তিনি আরও জানান, তার ছেলে আওয়ামী লীগ সমর্থন করলেও কোনো পদে নেই। তবু তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
শহীদ