ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন গাজীপুরে

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ০০:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন গাজীপুরে

মানসম্পন্ন অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হচ্ছে

কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণের’ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লা, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহ-সভাপতি মো. রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
প্রশিক্ষণে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

×