ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ধলেশ্বরী টোলপ্লাজা ট্র্যাজেডি, এবার বাসের মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ০২:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০২:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৪

ধলেশ্বরী টোলপ্লাজা ট্র্যাজেডি, এবার বাসের মালিক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস ব্যাপারি পরিবহনের মালিক ডাবলু ব্যাপারিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মাদারীপুরের শিবচর থেকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া জানিয়েছেন বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেন ছিলনা। এছাড়া হাসাড়া হাইওয়ে থানায় নিহতের স্বজনের দায়ের করা মামলায় মালিকেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়।

এম.কে.

×