জব্দকৃত জাল
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বুধবার গভীর রাতে নৌ-পুলিশের সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনা করে ৬'শ মিটার জাল জব্দ করা হয়েছে।
জোয়ারের পানি উজান থেকে নামার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামদাস মুন্সীর হাট থেকে মদুনাঘাট পর্যন্ত হালদা নদীতে স্পিডবোট নিয়ে অভিযান চালনাকালে রাউজানের উর্কিরচরে ২'শ মিটার চরঘেরা জাল এবং ৪'শ মিটার ভাসা জাল জব্দ করা হয়। উক্ত অভিযানে ৬'শ মিটার মাছ ধরার অবৈধ সরঞ্জামসহ জাল জব্দ করার হয় যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। উক্ত অভিযান পরিচালনা করেন সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
এসময় নৌ-পুলিশের এএসআই রমজান আলী ও কনস্টেবল মো: শহীদুল উপস্থিত ছিলেন। এছাড়াও হালদা প্রকল্পের প্রস্তাবিত ২ জন হালদা পাহাড়াদার সার্বিক সহযোগিতা করেন। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ রামদাস মুন্সীরহাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের নের্তৃত্ব নৌপুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
এব্যাপারে যেকোন চাপ উপেক্ষা করে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে তাদের সতর্ক থাকতে বলেছেন। যেকোনো প্রকার অবৈধ জাল(কারেন্ট জাল, চরঘেরা জাল, ভাসা জাল) ও বড়শী দ্বারা হালদা নদীতে মাছ ধরা আইনত: সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
শহীদ