সন্ত্রাসী সা’দপন্থীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে নাটোর লালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম,মুবাল্লীগে দ্বীন ও তৌহিদি জনতা এর আয়োজনে রেলগেট সংলগ্ন গোপালপুর বাজার-নর্থ বেঙ্গল সুগার মিলস্ সড়কের এক পাশে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাড়িয়ে সর্বস্তরের ওলামা কেরামগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোপালপুর বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি পেশ করেন ওলামায়ে কেরামগণের প্রতিনিধিরা।
মোহাম্মদ আলী