ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চীন থেকে আসা কনটেইনারে মিললো ইট

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৪

চীন থেকে আসা কনটেইনারে মিললো ইট

চট্টগ্রাম বন্দরে সাড়ে পাঁচ বছর ধরে পড়ে থাকা তিনটি কনটেইনার খুলে হুইলচেয়ারের পরিবর্তে পাওয়া গেছে ইট। কাস্টম হাউজের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) দল রবিবার (২২ ডিসেম্বর) কনটেইনারগুলো খুলে এই অস্বাভাবিক ঘটনা আবিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম।


২০১৯ সালের এপ্রিলে চীন থেকে ৭১ হাজার মার্কিন ডলারের অর্থোপেডিক সামগ্রী, যেমন হুইলচেয়ার ও ক্রাচ আমদানির জন্য ঢাকার তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান কনটেইনারগুলো আমদানি করে। প্রতিষ্ঠানটি কাস্টমসে শুল্কায়নের নথি জমা দিলেও পরবর্তীতে কনটেইনারগুলো খালাস করেনি।


সাড়ে পাঁচ বছর ধরে বন্দরে পড়ে থাকা কনটেইনারগুলোর কায়িক পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ। কনটেইনারগুলো খুলে দেখা যায়:

একটি কনটেইনারে ৩৯টি হুইলচেয়ারের কিছু অংশ এবং বাকিটা ইট।
বাকি দুই কনটেইনারে কাগজের কার্টনে ইট পাওয়া গেছে।

কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে চালানটি জব্দ করেছে এবং আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।


এই ঘটনার ফলে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমদানি পণ্যগুলোর নিরাপত্তা এবং কায়িক পরীক্ষার গুরুত্ব আবারও সামনে এসেছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জাফরান

×