ছবিঃ সংগৃহীত
"আমি আমার বাবার জন্যই আইন পড়েছি, বিচার না হওয়া পর্যন্ত লড়াই করে যাব" – শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক এর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান
বিডিআর বিদ্রোহে শহীদ কর্নেল কুদরতি ইলাহির ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেন, "আমি আমার বাবার জন্যই আইন পড়েছি এবং আমার বাবার বিচার হওয়ার আগ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।"
বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত রয়েছেন। পিতার ন্যায়বিচারের দাবিতে তিনি আইন পেশায় যুক্ত হয়েছেন এবং দেশের বিচারব্যবস্থার প্রতি অবিচল আস্থা রেখে কাজ করে যাচ্ছেন।
সাকিব রহমান আরও জানান, "বাবার স্মৃতি ও তার আত্মত্যাগ আমাকে শক্তি দেয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা আমার জীবনের মূল লক্ষ্য।"
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই তার এই লড়াইকে সমর্থন জানিয়েছেন।
শহীদ কর্নেল কুদরতি ইলাহি বিডিআর বিদ্রোহে নির্মমভাবে শহীদ হন, যা বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায়।তিনি স্ত্রী লবী রহমান ও একমাত্র পুত্র সাকিব রহমানকে রেখে গেছেন। সাকিব রহমানের এই অবিচল মনোভাব নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত।
জাফরান