ছবি:জব্দকৃত ভেকু
ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় জোরপূর্বক ফসলি জমির মাটি কেটার অভিযোগে অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক। এর আগে সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে ঘটনাস্থল থেকে এক্সকাভেটরটি জব্দ করা হয়। প্রশাসন পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন জানায় দেপাশাই এলাকার কৃষক দেলোয়ার হোসেনের কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কাটছে ফরহাদ, শহিদুল মেম্বার ও মাসুম, আমিনুল, ওবাদুল্লাহ, নবু মিয়া, সাউদি, কামরুজ্জামান, সিফাত, আবু তাহের ও আবু বকর। এরা সকলেই সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক জানান, কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্তদের অচিরেই আইনের আওতায় আনা হবে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাইদ