ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় মাইক ও সিএনজি অটোরিকশা ভাড়া করে চোরকে গালাগালি করেছেন মো. হৃদয় (২৮) নামের এক ব্যক্তি।
গত সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গজারিয়া ইউনিয়নের সদস্য মো. মানিক চাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিতে মাইক লাগিয়ে চোরকে মনের দুঃখে গালাগালি করছেন এক ব্যক্তি।
স্থানীয়রা জানায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হৃদয় অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন। অটোরিকশার ব্যাটারি খুলে মায়ের ঘরে রাখেন। রাখার কিছু সময় পরই ব্যাটারিটি ঘর থেকে চুরি হয়ে যায়।
ভুক্তভোগী হৃদয় এ বিষয়ে বলেন, আমি অসহায় মানুষ। দিন আনি দিন খাই। অন্যের রিকশা ভাড়ায় চালিয়ে সংসারের খরচ জোগাড় করি। এই ব্যাটারি চুরি হওয়ায় আজ দুইদিন ধরে তিন সন্তান, বৌ, মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন পাঁচশ টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এমতাবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকার মাদকসেবীসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, হাতে পায়ে ধরেছি, যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে রাগে-ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগালি করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আসলে কি বলবো- গরীব মানুষের দুঃখ কেউ বুঝে না।
তাবিব