ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গোয়ালপাড়া থেকে প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য এক কোটি ৩৪ লাখ টাকা।
সোমবার দুপুরে জীবননগর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে এ স্বর্ণের বারসহ পাচারকারীর ফেলে যাওয়া একটি বাইসাইকেল জব্দ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি জানায়, চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গয়েশপুর বিওপির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগানে অবস্থান নেয়।
সোমবার দুপুরে এক ব্যক্তি বাইসাইকেল যোগে আম বাগানের ভেতর দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল তাকে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে সে বাইসাইকেল ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার জব্দ করে। চারটি স্বর্ণের বারের ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৩৪ লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে। শুল্ক ফাঁকি দেওয়ার জন্যই স্বর্ণের বারগুলো অবৈধভাবে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানা যায়।
এম.কে.