অভাবের সংসারে দারিদ্র্যতার কষ্ট প্রতিদিনের সঙ্গী। পরিবারের সাত সদস্যের মুখে আহার তুলে দিতে দিনরাত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন হৃদয় মিয়া। তবে সম্প্রতি তাঁর অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় জীবনে নেমে এসেছে ভয়াবহ সংকট। এই অসহায় অবস্থায় হতাশা আর ক্ষোভ থেকে মাইক ভাড়া করে চোরকে উদ্দেশ করে গালিগালাজ করেছেন তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়। হৃদয় মিয়া (২৫) স্থানীয় সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে। এই ঘটনা নিয়ে তৈরি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হৃদয় মিয়া জানান, “আমার সংসারে তিন ছেলেমেয়েসহ সাতজন সদস্য। দৈনিক আয়-রোজগারেই চলে আমাদের পরিবার। তার ওপর ভাড়া করা অটোরিকশা চালাই। শনিবার (২১ ডিসেম্বর) রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। এরপর থেকে ব্যাটারি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি। এদিকে অটো চালানো বন্ধ থাকায় প্রতিদিন ৫০০ টাকা ভাড়া গুনতে হচ্ছে। বাজার করা তো দূরের কথা, পরিবারের ন্যূনতম প্রয়োজনও মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় হতাশ হয়ে মাইক ভাড়া করে চোরকে উদ্দেশ করে গালাগাল করেছি। আমি সত্যিই বুঝতে পারছি না, কীভাবে সামলে উঠব। খুব কষ্টে দিন কাটছে।”
হৃদয় মিয়ার এমন অসহায় পরিস্থিতি দেখে এলাকার মানুষও বিষণ্ণ। চুরি হওয়া ব্যাটারিটি উদ্ধার কিংবা প্রয়োজনীয় সহায়তা পেলে তাঁর দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
রাজু