ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ঝালকাঠিতে আজ ভয়াবহ লঞ্চে ট্রাজিডি, তিন বছরেও বাস্তবায়ন হয়নি নৌ ফায়ার স্টেশন

নিজস্ব সংবাদদাতা,ঝালকাঠি, ডিসেম্বর ২০২৪

প্রকাশিত: ১৭:১২, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৩, ২৩ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে আজ ভয়াবহ লঞ্চে ট্রাজিডি, তিন বছরেও বাস্তবায়ন হয়নি নৌ ফায়ার স্টেশন

আজ ২৪ ডিসেম্বর, ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকান্ডের তিন বছর। ২০২১ সালের এই দিনে লঞ্চটির মধ্যে আগুনে পুড়ে ৪৭ জনের প্রাণহানী আর অসংখ্য অগ্নিদগ্ধের আর্তনাথের সেই ভয়ের স্মৃতি মনে করে ঝালকাঠিবাসী আজও শিউরে ওঠে। ঘটনার তিন বছর অতিবাহীত হলেও এখনো স্থাপন হয়নি নৌ ফায়ার স্টেশন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, জমি নির্ধারন করা হয়েছে এখন কাগজ পত্র ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলছে।
২০২১ সালের ২৩ ডিসেম্বর রাতে ঢাকা সদরঘাট থেকে বরগুনার ৬ শতাধিক যাত্রী নিয়ে ছাড়ে অভিযান ১০ লঞ্চ। গন্তব্যে পৌছার আগেই পরের দিন ভোরে ঝালকাঠির সুগন্ধার মোহনায় এলে ইঞ্জিন বিস্ফোরিত লঞ্চে আগুন ধরে যায়।  ২ ঘন্টারও বেশি সময় সময় ধরে নদীর মধ্যে জ¦লতে থাকে পুরো লঞ্চ । পরে ভাসতে ভাসতে দিয়াকুল এলাকার চরে আটকে পরে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনের আনে ততক্ষনে ভষ্মিভুত হয়ে যায় পুড়ো লঞ্চটি। জীবন বাচাঁতে নদীতে ঝাপিয়ে পড়েন অসংখ্য যাত্রী, বের হতে না পেরে অনেকে লঞ্চের ভেতরেই পুড়ে মারা যায়। এদিন আগুনে পোড়া ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়। পরে নদী থেকে ৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযান লঞ্চে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা যদি দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে পারতো তাহলে এতো প্রান হানির ঘটনা ঘটতো না। তবে অগ্নিদগ্ধদের উদ্ধার এবং তাদের আশ্রয় ও সেবা দিয়ে মানবতার দৃষ্টান্ত রাখেন স্থানীয়রা। সেই রাতের কথা স্মরণ করে আজও শিউরে ওঠেন তারা। দুর্ঘটনার পরপরই ঝালকাঠিতে একটি নৌ ফায়ার স্টেশনের দাবি উঠলেও তিন বছরেও তা পূরণ হয়নি, যে কারনে অগ্নিসহ যে কোন নৌ দুর্ঘটনা থেকে তাৎক্ষনিক সহায়তা থেকে বঞ্চিত রয়েগেছে এ নৌ পথটি। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানিয়েছেন, নৌ-ফায়ার স্টেশন নির্মাণে কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় ৪৭ জন মারা যাওয়ার ৪১ দিন আগে ঐ বছরের ১২ নভেম্বর সুগন্ধা নদীতে সাগর নন্দিনী নামে একটি তেলের জাহাজে বিষ্ফোরণের পর অগ্নিকান্ডে মৃত্যু হয় ৭ জনের।
ছবি: অগ্নিদগ্ধ অভিযান-১০ ও আগুনে জ¦লছে লঞ্চটি(ফাইল ছবি) ২৩/১২/২০২৪

 

মোহাম্মদ আলী

×