মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বালুবাহী বাল্কহেডে ডাকাতি ও অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ঢাকার ডেমরার সারুলিয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সারুলিয়া ঘাট শাখা, রেজি নং বি ২১৪৮)। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা মোঃ শামীমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে মোহাম্মদ পান্না, রুবেল আহমেদ, মোঃ জহির, সোহাগ ও মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা নদীপথে বালুবাহী বাল্কহেডের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, টোকেনের নামে জোরপূর্বক চাঁদা আদায়, শ্রমিকদের হয়রানি ও ডাকাতির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মেঘনা নদীর মরিচা লঞ্চঘাট, নরসিংদী, মহিষের চর, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, গজারিয়া, মোহনপুর, মতলব, কাচি কাটা এবং কালিরচর এলাকায় অবৈধ চাঁদাবাজি এবং ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তারপরও শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে কাজ করছেন। নেতৃবৃন্দরা দাবি করেন, অবিলম্বে নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনকে এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবৈধ চাঁদাবাজি, ডাকাতি এবং শ্রমিকদের হয়রানি বন্ধ না হয়, তাহলে শ্রমিকরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করে কর্মবিরতির ডাক দেবেন। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা তাদের পেশাগত ঝুঁকি কমিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানান।
মোহাম্মদ আলী