ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

প্রকাশিত: ১৬:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় যারা জুতার মালা পড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতরা সবাই দুষ্কৃতকারী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভিডিওতে দেখা যায়, জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন ব্যক্তি তাকে অপমান করেন।

তার গলায় জুতার মালা পরিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে তিনি এলাকায় কিংবা কুমিল্লায় থাকতে পারবেন না।
এই ঘটনা একজন মুক্তিযোদ্ধার জন্য চরম অসম্মানজনক এবং জাতীয়ভাবে নিন্দার দাবি রাখে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং আব্দুল হাই কানুর নিরাপত্তা নিশ্চিত করা।

জাফরান

×