শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
শ্রীপুরে মেঘনা গ্রুপের এম এন্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। নিহত তিন জনেরই পরিচয় পাওয়া গেছে। নিহতরা হচ্ছেন, লালমনিরহাট জেলার সদর থানার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবলুর ছেলে মোঃ মজমুল হক (২১), দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে মোঃ সোহাগ সরকার (৩২) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মহরতপুর গ্রামের রফিক মাতুব্বরের ছেলে শাওন (২২)।
মেঘনা গ্রুপের ওই কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার) আবদুর রহমান জানান, মৃত প্রত্যেকেই রংমিস্ত্রি। তারা কারখানার ভেতরে রঙের কাজ করছিলেন। রবিবার মধ্যাহ্নবিরতির সময় সবাই চলে গেলেও তারা কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ পাশের ওয়েস্টেজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পশ্চিম পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রংমিস্ত্রিরা কাজ করার সময় কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার সময় তারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।
গাজীপুর দমকল বাহিনীর উপ-পরিচালক (ডিডি) মামুন জানান, কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়ে আশপাশের এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। উৎপাদন শেডের পাশে রাখা কেমিক্যালের ১২০ টি ড্রাম নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।মরদেহগুলো আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওয়েস্টেজ কেমিক্যাল গুদাম থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতের স্বজনরা কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমাদের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জাফরান