ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাড়ি ছেড়েছেন হেনস্তার শিকার সেই মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ১৫:২৯, ২৩ ডিসেম্বর ২০২৪

বাড়ি ছেড়েছেন হেনস্তার শিকার সেই  মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। তিনি নিজেই জানান, ঘটনার পর নিরাপত্তার কারণে তিনি রোববার বিকেলে বাড়ি ছেড়ে ফেনীতে ছেলের কাছে চলে যান। ফেনীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি ছেলের বাসায় বিশ্রামে আছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মোবাইল ফোনে সব তথ্য জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু।আব্দুল হাই কানু কুমিল্লার চৌদ্দগ্রামের লুদিয়ারা এলাকার বাসিন্দা।

তিনি বলেন, রোববার বিকেলে নিরাপত্তার কারণে ঘটনার পরপরই আমি বাড়ি ছেড়ে ছেলের কাছে ফেনীতে চলে যাই। ফেনীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ছেলের বাসায় বিশ্রামে আছি। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ফিরব।

তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন।সরকার পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তার বাড়িতে বেশ কয়েকবার হামলা চালানো হয়।

ভিডিওতে দেখা যায়, জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন ব্যক্তি তাকে অপমান করেন।তার গলায় জুতার মালা পরিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে তিনি এলাকায় কিংবা কুমিল্লায় থাকতে পারবেন না।

 

জাফরান

×