চোরাই তেল
চট্টগ্রামের বাইপাস হাইওয়ে রোড, যেখানে প্রতিনিয়ত বড়ো বড়ো তেলের ট্যাঙ্কার থেকে তেল নামানো হয়। এই তেল মূলত চোরাই কারবারের মাধ্যমে বিক্রি করা হয়। এই রাস্তাটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত বিভিন্ন স্পটে স্পটে তারা তেল বিক্রি করে বড় বড় গাড়ি থেকে তেল নামিয়ে।
বিষয়টি স্বীকার করে এক ড্রাইভার বলেন, এখানে জ্বালানি তেল নিয়ে আসছি। ভাড়ায় পোষায় না, তাই তেল নামিয়ে বিক্রি করেন।
চোরাই এসব তেল ক্রয় করা দোকানদার বলেন, আমি তাদের থেকে তেল কিনি। তবে এগুলো চোরাই কিনা তা জানিনা। কেউ ১০ লিটার আবার কেউ ২০ লিটারও বিক্রি করে। আমার কাছে তারা আসে, আমি কিনে নেই।
এই তেলগুলো সেই তেল, এখান থেকে তেল ট্যাঙ্কার থেকে নামানোর ফলে ভোক্তা পর্যায়ে গিয়ে কমতি পরে যায়। তেলের গাড়ি এখানে নিয়ে আসলে তারা পাইপ লাগিয়ে তেল নামিয়ে এই তেলগুলা নিয়ে পাচার করা হয়। কিন্তু এই চোর চক্রকে সব সময় কিন্তু প্রশাসন দেখার পরেও কোনও ব্যবস্থা নেয় না।
এম হাসান