ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাতিয়ায় তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া।

প্রকাশিত: ১৩:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৪

হাতিয়ায় তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ

ছবি:হাতিয়ায় সাদপন্থীদের বিচারের দাবিতে তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে তাবলীগ জামাতের সদস্যরা। বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদ ও তাবলীগের সাথীদের হত্যাকারীদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের পাশে প্রধান সড়কে এই সমাবেশের আয়োজন করে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা।


এতে নলচিরা ইসলামীয়া মাদ্রাসার পরিচালক মুফতি মোস্তফা আল কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মো: ইলিয়াস, মাওলানা নুর ইসলাম শরীফ , কারী মাহমুদুল হাসান, হাফেজ আব্দুর রাজ্জাক, মুফতি সাহেদুল ইসলাম , মাওলানা আব্দুল গফুর, মাওলানা ইসমাঈল , আসাদুল হক আকবর, মুফতি ফয়জুল্যা কাশেমী ও হাফেজ মাওলানা ইব্রাহিম প্রমূখ।


এসময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তিন হাজার তাবলিগ জামাতের সদস্য ও বিভিন্ন  ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্ররা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, রাতের আধারে বিশ্ব ইজতেমায় একদল সন্ত্রাসী তাবলীগ জামাতের সদস্যদের উপর হামলা করে । এতে চারজন নিহত হন। দ্রুত সময়ের মধ্যে এসব হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা হত্যাকান্ডের সাথে তারা সাদপন্থিদের জড়িত থাকার কথা উল্লেখ করেন। তারা সাদপন্থিদের সকল কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনকে তৎপর হতে বলেন।

সাইদ

×