ছবি:সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে
সাভারে ঠিকানা পরিবহনের একটি বাসের চাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঠিকানা পরিবহনের ঘাতক বাসচালক ও সহযোগীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবরোধ করা হলে তীব্র যানজটে সৃষ্টি হয়।
এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহণের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন,প্রত্যয় হত্যার সঙ্গে জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি জানিয়ে তারা আরো বলেন, দ্রুত ঘাতক বাসের চালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরো কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে
সাইদ