ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ।।

প্রকাশিত: ১৩:০৫, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৪

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। 

রবিবার রাতে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে। আহত তিনজন হলেন- একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি নিয়ে কৃষক আহমেদ শরীফের সঙ্গে আনসার জোয়ার্দারসহ তার লোকজনের দীর্ঘদিন বিরোধ ছিল। এর জের ধরে রবিবার রাতে প্রতিপক্ষ আনসার জোয়ার্দার ও তার সঙ্গী ফরিদ উদ্দীন শরীফ এবং তার আত্মীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসারের লোকজন শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আরও তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়েই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য রাতেই অভিযান শুরু হয়েছে।

জাফরান

×