রোহিঙ্গা যুবক
পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে রোহিঙ্গা মনির আলম (৪০) ও একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শফিক (২১)।
নাজিরপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তারা কী উদ্দেশে এসেছেন এবং কারা এনেছেন সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শহীদ