ছবি: সংগৃহীত
চাঁদপুরের কচুয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার অধ্যক্ষ কাজী আসাদ উল্যাহ (৫৫) গ্রেপ্তার হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রী কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী। অভিযোগ অনুযায়ী, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় খাবার পানি আনতে গিয়ে অধ্যক্ষ কাজী আসাদ উল্যাহর কক্ষে ডেকে নিয়ে নির্যাতনের শিকার হয় সে।
ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটি সহপাঠী ও পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তার মা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে রোববার শিশুটির মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) -এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
কচুয়া থানার ওসি এম. এ হালিম জানান, মামলার ভিত্তিতে কাজী আসাদ উল্যাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এম.কে.