ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছয়টি সুইসাইড নোট লিখে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ০২:০৩, ২৩ ডিসেম্বর ২০২৪

ছয়টি সুইসাইড নোট লিখে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

ছয়টি সুইসাইড নোট লিখে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

চট্টগ্রামে ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে নগরীর ডবলমুরিং থানার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন।

নিহত আবু সাইদ সরদার দুই ছেলে ইমন ও সায়মন এবং পায়েল নামে এক মেয়ে সন্তানের জনক। তিনি তার বড় ছেলে ইমনের পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, সন্ধ্যা ছয়টার দিকে খবর পেয়ে পুলিশ তিনতলা ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ছয়টি সুইসাইড নোট পাওয়া যায়।

এসআই বায়েজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের ক্যান্সার রোগের কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এর আগে, গত ১৩ ডিসেম্বরও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পুলিশের উদ্ধারের সুইসাইড নোটগুলোতে আবু সাইদ সরদার তার সন্তানদের উদ্দেশ্যে আবেগঘন কথা লিখে যান। তিনি জানান, ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং সন্তানসহ পরিবারের সবার কাছে ক্ষমা চান।

মেয়ে পায়েলের উদ্দেশ্যে লেখা একটি নোটে তিনি উল্লেখ করেন, “ক্যান্সার সম্ভবত আবার ফিরে এসেছে। মুখে ঘা ও মাঝে মাঝে ব্যথা হয়। এ রোগের কোনো চিকিৎসা আছে বলে মনে হয় না। ক্যান্সারের কষ্টে আর বাঁচতে পারছি না।”

তিনি সুইসাইড নোটে তার মৃত্যুর পর নগরীর চৌমুহনী কবরস্থানে মায়ের পাশে দাফনের ইচ্ছার কথাও জানিয়ে যান।

নিহতের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার অনেকটা ভেবে-চিন্তে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

আশিকুর রহমান

×