কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) সংসদীয় আসন এলাকা দফা দাবিতে লংমার্চ
কুমিল্লা-৯ (সদর দক্ষিণ) সংসদীয় আসন এলাকা পুনর্বহালসহ ১১ দফা দাবিতে রবিবার ‘ঐক্য সংহতি পরিষদ’ ব্যানারে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হয়েছে। এদিন বেলা সাড়ে ১০টার দিকে বিলুপ্ত ওই সংসদীয় এলাকার যুক্তিখোলা বাজার হতে এ লংমার্চ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে সদর দক্ষিণ ও লালমাই উপজেলাসহ মহানগরের দক্ষিণাঞ্চলের নানা শ্রেণিপেশার প্রতিবাদী জনতার ঢল নামে। পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে লংমার্চে নেতৃত্ব দেন প্রবীন রাজনীতিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি-হুইপ মনিরুল হক চৌধুরী। দুপুরে কুমিল্লা নগরীর ফৌজদারি মোড় এলাকায় প্রতিবাদী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না করা হলে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে লং মার্চসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নাজমুস সা’দাত, ড. শাহ মো. সেলিম, অ্যাড. আখতার হুসাইন, আহসান হাবিব দুলাল, ওমর ফারুক চৌধুরী, আমান উল্লাহ আমান, ইসমাইল হোসেন মজুমদার, ওমর ফারুক সুমন, আবুল বাশার, ইউসুফ আলী মীর পিন্টু, আমান উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান তামান্নাসহ দুই উপজেলার জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি দাখিল করা হয়।