ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ, কারাগারে ১২৫

প্রকাশিত: ২২:৫৪, ২২ ডিসেম্বর ২০২৪

আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ, কারাগারে ১২৫

ছবি: সংগৃহীত।

যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১২৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক যশোর সদর ও অভয়নগরের ১২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর হয়।

আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন ইউপি চেয়ারম্যান, মেম্বর, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী। আত্মসমর্পণকারী নেতাকর্মীরা আদালত চত্বরে "জয় বাংলা" স্লোগান দেন, যা তাদের শক্তিশালী ঐক্য এবং সংগ্রামের প্রতীক হিসেবে দেখা যায়।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন নিশ্চিত করেছেন।

রোববার ইউপি চেয়ারম্যান সোহরাবসহ ২০ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া, অভয়নগরের পৃথক দুটি মামলায় একই দিন ১০৫ জন আদালতে আত্মসমর্পণ করেন, যাদের জামিন আবেদন পরবর্তী সময়ে বিচারক কর্তৃক নিষ্পত্তি করা হবে বলে জানানো হয়েছে।

নুসরাত

×