নেত্রকোনার মদন উপজেলায় ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর তিন বছর পেরিয়ে গিয়ে সিল মারা ব্যালট উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয় প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়ার উপর নানা প্রশ্ন উত্থাপন করেছে। রোববার বিকেলে বাড়রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি শপিং ব্যাগ থেকে উদ্ধার হওয়া এসব ব্যালটে সিল মারা ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহর নৌকা প্রতীকে এবং ইউপি সদস্য প্রার্থী বাচ্চু মিয়ার প্রতীক ফুটবলে।
অভিযুক্ত প্রার্থীর ভূমিকা: নির্বাচনের দিন সাফায়েত উল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও তৎকালীন প্রিজাইডিং কর্মকর্তা কোনো অভিযোগের কথা স্মরণ করতে পারেননি।স্থানীয় এক ব্যক্তি স্কুলের পেছনে একটি ব্যাগ দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। প্রশাসন সিল মারা ব্যালটগুলো উদ্ধার করে তদন্তের নির্দেশ দেয়।
পরাজিত প্রার্থী বাচ্চু মিয়া অভিযোগ করেন, আগেও তার প্রতীকের ব্যালট পেপার বিদ্যালয়ের পেছন থেকে পাওয়া গিয়েছিল, কিন্তু সেসব নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রশাসনের প্রতিক্রিয়া: মদন থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত ব্যালট নির্বাচন অফিসে জমা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা দরকার।
এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও একবার সামনে নিয়ে এসেছে।
রাজু