ছবি: সংগৃহীত
ক্যানসারের যন্ত্রণা সইতে না পেরে সন্তানদের উদ্দেশ্যে চিরকুট লিখে চট্টগ্রামে এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে।
রবিবার বিকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এসকল তথ্য নিশ্চিত করেছে ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, পরিবারের সদস্যরা রবিবার একটি দাওয়াতে গিয়েছিল। বাসায় একা ছিলেন মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার। ওই সুযোগে তিনি আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, দীর্ঘদিন যাবত ওই মুক্তিযোদ্ধা ক্যানসারে আক্রান্ত ছিলেন। রবিবার সন্ধ্যার আগে বাসায় কেউ না থাকার ওই সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। উনার ছেলে এসে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে পাশের ভবনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার বাবাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জানা গেছে, ওই বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। লাশ উদ্ধারের সময় সেখানে চিরকুট পাওয়া যায়। চিরকুটে ক্যানসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন।
এম.কে.