মাগুরায় গোখাদ্য বিচালীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে কৃষক । বর্তমানে প্রতি হাজার বিচারী ৪ থেকে সাড়ে হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। গতবছর এই বিচালীর দাম ছিল ৩ হাাজার টাকা । ধানের ফলন কম হওয়াতে বিচালীর দাম বেড়েছে বলে জানাগেছে। কৃষক ও গ্রামবাসী সুত্রে জানাগেছে, এবছর অতিবৃস্টির কারনে রোপা আমন ধানের ফলন কম হয়েছে। বিশেষ করে নিচু ও বিল এলাকার জমিতে পানির কারনে পরন হযনি। সে খানে ধানের উৎপাদন কম হওয়ার কারনে বিচালীও কম হয়েছে। এই কারনে বিচালরি দামও বেড়েছে অস্বাভাবিক । প্রতি হাজার বিচারী ৪ থেকে সাড়ে হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। গতবছর এই বিচালীর দাম ছিল ৩ হাজার টাকা । ফলন কম হওয়ার কারনে দমও বেড়েছে। ফরে চিন্তার ভাজ দেখা দিয়ে কৃষকের কপালে । এই সময় এবং ইরবোরো মৌসুমী সারাবছরের বিচালী সংগ্রহ করে থাকেন কৃষক কিন্তু বিচারীর দাম বৃ্িদ্ধ কৃষকেকে বিপাকে ফেলেছ। প্রতিদিন গবাদী পশুর খাবার হিসাবে মাগুরার কৃষকরা বিচালী ব্যবসহার করেন।
মোহাম্মদ আলী