ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী

প্রকাশিত: ১৭:২১, ২২ ডিসেম্বর ২০২৪

বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী

মানববন্ধন

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর কোটি মানুষের প্রাণের দাবিতে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

বক্তারা তাদের দাবি তুলে ধরে বলেন, নোয়াখালী ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জেলা। যা বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৫ ভাগ নিয়ন্ত্রণ করে। 

তারা আরও বলেন, নোয়াখালী শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বের দিক দিয়ে নয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও একটি পূর্ণাঙ্গ জেলা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ অনেক জাতীয় নেতা এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন।

মানববন্ধনে নোয়াখালী বিভাগের বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা বলেন, যদি জনগণের মতামত ও গণশুনানি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হয় ও কুমিল্লার সঙ্গে নোয়াখালীকে বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তবে তা কখনোই মেনে নেয়া হবে না। প্রয়োজনে আমরা আদালতের শরণাপন্ন হবো। 

তারা আরও বলেন, নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয় তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবে না।

মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আর কে

×