ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, মৃত্যু ১

প্রকাশিত: ১৭:১৬, ২২ ডিসেম্বর ২০২৪

বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, মৃত্যু ১

গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন নামে ওই বোতাম তৈরির কারখানায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুপুর ২টার দিকে ওই কারখানায় এ আগুন লাগে। খবরে পেয়ে আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আর কে

×