ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুমিল্লার নামে নয় বরং স্বনামে বিভাগ চায় নোয়াখালী

প্রকাশিত: ১৬:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৪৪, ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার নামে নয় বরং স্বনামে বিভাগ চায় নোয়াখালী

ছবি: সংগৃহীত।

ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে বৃহত্তর নোয়াখালী আবারও উত্তাল হয়ে উঠেছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর ১ কোটি মানুষের প্রাণের দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে "কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে" স্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা শহরের প্রধান সড়ক। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নোয়াখালী প্রেসক্লাব, টাইন হলের মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতারা তাদের বক্তব্যে জানান, "ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে পূর্ণাঙ্গ ২০০ বছরের পুরনো জেলা নোয়াখালী। এই ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের জাতীয় অর্থনীতির প্রায় ৩৫ শতাংশ নিয়ন্ত্রণ করে। ৭ লাখেরও বেশি প্রবাসীসহ, এই জেলা প্রবাসীদের রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে।"

তারা আরো বলেন, "জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ অসংখ্য গুণী মানুষদের জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই আমরা সরকারের কাছে কুমিল্লার সাথে নয়, ১৬০ কিলোমিটার দূরত্বের নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানাচ্ছি।"

নোয়াখালী বিভাগের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা স্পষ্টভাবে জানান, "কুমিল্লার সাথে বিভাগ হলে তা নোয়াখালীবাসী মেনে নেবে না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সাথে থাকবো, তবে কুমিল্লার সাথে আমাদের বিভাগ হবে না। যদি নোয়াখালীর সাথে কোনো চক্রান্ত করা হয়, তবে নোয়াখালীর তরুণ প্রজন্ম তা মোকাবিলা করতে আদালতের শরণাপন্ন হবে। আমরা নোয়াখালীর বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।"

মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নুসরাত

×