নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে কামরুল হাসান বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি।
জানা গেছে, শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে একদল মুখোশধারী ডাকাত জানালার গ্রিল কেটে হিরণপুর বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানের তিনতলা বাসায় ঢোকে। এর পর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে বিভিন্ন কক্ষ থেকে ১৮ লাখ ৮৬ হাজার টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়। এদিকে একই রাত আড়াইটার দিকে বৈরাটি ইউনিয়নের জিগাতলা গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের স্ত্রী লিজা জাহানের বাড়িতেও পৃথক ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা দোতলা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের হাত-পাঁ বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। একই রাতে প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে সংঘটিত দুটি ডাকাতির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার দুপুরে পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ডাকাতি ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের সনাক্ত করতে জেলা ও থানা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে মামলাটির অগ্রগতি হবে।
জাফরান