ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চা খাওয়ার জন্য ২৫ হাজার নেন এই অফিস সহকারী

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৪:৩২, ২২ ডিসেম্বর ২০২৪

চা খাওয়ার জন্য ২৫ হাজার নেন এই অফিস সহকারী

রংপুরের মিঠাপুকুরে আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দের নামে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসের সহকারী রায়হান মিয়ার বিরুদ্ধে। বাতাসন লতিবপুর গ্রামের বিধবা কহিনুর বেওয়া ও তার পুত্রবধূ বানেছা বেগম আশ্রয়ন প্রকল্পে ঘর বরাদ্দ পেতে আবেদন করেন। কিন্তু ঘর বরাদ্দের আগেই রায়হান তাদের কাছ থেকে একাধিক দফায় মোট ২৫,০০০ টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ।

অভিযোগকারী বিধবা কহিনুর জানান, ঘর বরাদ্দ পেলেও স্থানীয় দখলদারদের কারণে সেই ঘরে উঠতে পারেননি। দখলমুক্ত করতে উপজেলা ভূমি অফিসের তহশিলদার মেহফুজ আল রেজা উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি। এদিকে, সুদে নেওয়া টাকা ফেরত দিতে না পেরে কহিনুর আরও বিপাকে পড়েছেন। স্থানীয় এক নেতার মধ্যস্থতায় মাত্র ১৩,০০০ টাকা ফেরত পেলেও বাকি ১২,০০০ টাকার জন্য তিনি এখনও দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিযুক্ত রায়হান মিয়া বিষয়টি স্বীকার করে জানান, ২৫,০০০ টাকা চা খাওয়ার জন্য খুশি হয়ে দিয়েছিলো কহিনুর। তবে তিনি দাবি করেন, চেয়ারম্যান ও মেম্বাররা একেকটি ঘরের জন্য ৩০-৪০ হাজার টাকা নিয়ে থাকেন।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও দখলমুক্ত ঘর হস্তান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জাফরান

×