ছবি: খাদে পড়া বাস
চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোহাম্মদ সাবু (৬০) ও এলাকার মোহাম্মদ ভোলা (৫০) নামের দুইজন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হরিনখাইনের হাসপাতাল এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম ছেড়ে যাওয়া একটি বাস ও পটিয়া ছেড়ে আসা একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ । এসময় দুই পথচারী ভোলা ও সাবুকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি ওসিম উদ্দিন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছে। তবে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের অবস্থা আশংকা বলে জানান। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ গাড়ি উদ্ধার করেছে।
সাইদ