ফাইল ছবি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে নিচে পড়ে নূর আলম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক, ১২ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নূর আলমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন।
তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলা রহিমানগর গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান। বর্তমানে থাকতেন তেজগাঁও বেগুনবাড়ি এলাকায়।
তাকে হাসপাতাল নিয়ে আসা ঠিকাদার মো. সিরাজ জানান, তারা বিভিন্ন ভবনে জেনারেটর, এসি উঠানো-নামানোর কাজ করেন। সকালে বসুন্ধরার একটি বিল্ডিং-এ এসি উঠানোর কাজে গিয়েছেন। ১৩তলার ছাদ থেকে চেইন নিচের দিকে নামানোর সময় পাশের বিদ্যুতের তারের সাথে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে নিচে পড়ে যান নূর আলম। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মহি