ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রকাশিত: ০৪:১২, ২২ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হন জরিনা বেগম, দিদার মিয়া ও আমেনা বেগম। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অপু খাঁ ও ইব্রাহিম খাঁ অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, চরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই ভোরে আওলাদ মোল্লার লোকজন চরডুমুরিয়া গ্রামে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সদর থানার পরিদর্শক সজিব দে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এম.কে.

×