ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ধনবাড়ীতে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা,মধুপুর,টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৫৪, ২২ ডিসেম্বর ২০২৪

ধনবাড়ীতে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী গ্রেপ্তার

তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

টাঙ্গাইল ধনবাড়ীতে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত স্বামী স্ত্রী দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তারি পরোয়ানাভূক্তসহ তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়,  গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে পৌনে ১টার দিকে ধনবাড়ী থানার অফিসার ইনচাজ এস এম শহিদুল্লাহ’র নেতৃত্বে  এস আই আলমাস, এস আই শ্রী জীব ও এস আই মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ী এলাকার মাদক সম্রাট জাহাঙ্গীর আলমের বাবা মাদক ব্যবসায়ী জুলহাস উদ্দিন (৫২) ও মা- জাহানারা বেগম (৪৮)   কে ২০ পিছ ইয়াবা সহ  তাদেরকে পৌরসভার কালিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  ঐদিন রাতেই গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত মো: জাহাঙ্গীর আলম নামের অপর আরেক আসামীকে গ্রেপ্তার করা হয়।

ধনবাড়ী থানার এস আই আলমাস বাদী হয়ে মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  ২০১৮ আইনে মামলা রুজু করে আসামীদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং ০৮ ।

থানার অফিসার ইনচাজ এস এম শহিদুল্লাহ  জানান, মাদকের বিষয়ে কোন আপোষ নয়। ধনবাড়ী থানা এলাকা কে মাদক মুক্ত করতে  অভিযান অব্যহত রয়েছে। এক্ষেত্রে উপজেলা বাসীর সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য, গত ৫ মে ধনবাড়ীতে সর্বস্তরের জনগণের ব্যানারে মাদকমুক্ত উপজেলা গড়তে কালিপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর কে গ্রেপ্তারের  দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কওে এলাকাবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে তারা স্মারকলিপি দিয়েছিলেন।

তৎকালীন সময়ে প্রশাসন কোন পদক্ষেপ না নিলেও বর্তমান থানা প্রশাসন মাদক সম্রাট জাহাঙ্গীরের বাবা মাকে মাদক সহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করায় স্থানীয় এলাকাবাসী মিষ্টি বিরণ করেন।

রিয়াদ

×