ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি

প্রকাশিত: ২২:২৫, ২১ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিহত আরিফ হোসেন

২১ ডিসেম্বর-চট্টগ্রাম- নাজিরহাট-ফটিকছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মানিকছড়ির বড় ডলু এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন(১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ইয়াছিননগর দৌন আলী চৌধুরী বাড়ির নোয়া মিয়া লেদুর পুত্র।

জানা যায়, শনিবার সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে আরোহী ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হয়। এতে মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হন। 

শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর পুত্র। ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে গেছে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ

×