.
টঙ্গী বাজারে তুরাগ নদের ওপর স্থাপিত বেইলি ব্রিজটি ভেঙে গেছে। শনিবার ভোররাতে একটি মালবোঝাই ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের এই ব্রিজটি বহুদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। কর্তৃপক্ষ সেতুটির গায়ে ‘ঝুঁকিপূর্ণ’ লিখে নোটিস জারি করলেও যানবাহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। পাশের বেইলি ব্রিজটিও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বর্তমানে এটি দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচল করছে।
টঙ্গী বাজারে তুরাগ নদের ওপর বিআরটি প্রকল্পে উড়াল সেতু নির্মাণ করতে গিয়ে ২০২২ সালে দুইটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সেই বেইলি ব্রিজটির একটি শনিবার ভেঙে ট্রাক নিয়ে তুরাগ নদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় ঢাকা থেকে ময়মনসিংহগামী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ ময়মনসিংহ থেকে ঢাকাগামী যান চলাচল করছে পাশে থাকা আরেকটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে।
বিআরটির উড়াল সড়ক ও স্টেশন রোড এবং আবদুল্লাহপুর কামারপাড়া মুন্নু স্কুল রোড দিয়ে ঢাকায় আসা-যাওয়ার যান চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজটি মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’ বলে নোটিস টাঙানো হলেও যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গী তুরাগ নদের ওপর নির্মিত
টঙ্গী-আব্দুল্লাহপুর ওয়ানওয়ের বেইলি ব্রিজটি আবুল খায়ের গ্রুপের একটি কাভার্ডভ্যান নিয়ে ভোররাতে ভেঙে পড়ে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবুল খায়ের গ্রুপের এক কর্মকর্তা বলেন, গাড়িটি দুর্ঘটনায় কবলিত হলেও চালক এবং সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী খন্দকার শরীফুল আলম জানান, টঙ্গীর তুরাগ নদের ওপর বিআরটি প্রকল্পের উড়াল সড়ক নির্মাণের সময় ২০২২ সালে ৬ মাসের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। উড়াল সড়কসেতু নির্মাণ শেষ হওয়ায় এটি এখন অকেজো। অনেক আগেই ব্রিজে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড নোটিস টাঙানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার ভোরে তুরাগ নদে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে, বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গী বাজারে তুরাগ নদের বেইলি ব্রিজটি শনিবার ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু ইজতেমা গেটের বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. লিয়াকত আলী জানান, টঙ্গীবাজারে তুরাগ নদের ওপরে নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে গেলেও ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। তবে, ফ্লাইওভারের নিচ দিয়ে বেইলি ব্রিজে যেসব যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।