ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজশাহী ওয়াসার সুপেয় পানি ও পণ্যমূল্য নিয়ন্ত্রণ দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:০৬, ২১ ডিসেম্বর ২০২৪

রাজশাহী ওয়াসার সুপেয় পানি ও পণ্যমূল্য নিয়ন্ত্রণ  দাবি

দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে মানববন্ধন

রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান ও জামাত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদ, ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী মহিলা ওয়েব সভাপতি আনজুমা আরা পারভীন লিপি, ছাত্রনেতা খালিদ বিন ওয়ালিদ আবীর, নারী নেত্রী সেলিনা বেগম, ব্যবসায়ী নেতা গোলাম নবী রনি, মাওলানা আল আমিন বিন আরমান, সমাজকর্মী সোনিয়া বেগম, সমাজকর্মী জাহিদ হাসান বাবু ও ফরহাদ হোসেন রিংকু প্রমুখ।      
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জনগণের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানান। বক্তারা অবিলম্বে ওয়াসার পানির দাম, নেসকোর বিদ্যুতের দাম গণশুনানি করে রাজশাহীবাসীকে সম্পৃক্ত করে নির্ধারণের দাবি জানান।

×