ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শহীদ মিনারে ফুল দেয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:১৫, ২১ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারে ফুল দেয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

শাহাদাত হোসেন

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে শাহাদাত হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবক স্থানীয় গন্ডামারা ইউনিয়ন যুবলীগের  ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা যায়।  

শুক্রবার  (২০ ডিসেম্বর) রাতে বাঁশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন (৩৭) নামে ওই যুবলীগ নেতাকে নিজ বাড়ি হতে গ্রেপ্তার করে। শাহাদাত হোসেন গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা এলাকার রশিদ আহমদের পুত্র।

জানা যায়, বিজয় দিবসের দিন ও পরের দিন পর্যনত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের হাদির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে এই যুবলীগ নেতা সংঘবদ্ধ কয়েকজনকে সাথে নিয়ে শহিদ মিনারে ফুল দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড ও ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি কারার চেষ্টা চালায়। 

খবর পেয়ে শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস আই  কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, শহীদ মিনারে ফুল দিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে যুবলীগ নেতা শাহাদাত হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে গ্রেপ্তারকৃতকে  আদালতে সোপর্দ করা হয়।

এসআর

×