ছবিঃ সংগৃহীত।
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টায় ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৬ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশা ও মেঘে আকাশ ঢেকে থাকায় সূর্যের দেখা মিলছে না। এতে করে দিনের তাপমাত্রা কমে ঠান্ডার প্রকোপ আরো বেড়ে গিয়েছে। শীতের কারণে জবুথবু অবস্থা মানুষের।
কনকনে শীত আর বৃষ্টির কারনে সবচেয়ে বেশি কষ্টে আছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আমন ধান কাটা মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকের। পাশাপাশি বৃষ্টি স্থায়িত্ব বৃদ্ধি পেলে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে বৃষ্টিতে মানুষের চলাচল কম থাকায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে অটোরিকশা চালক থেকে যানবাহন শ্রমিকদেরও।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহাবুবুর রহমান জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ২.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসের আর্দ্রতা শতভাগ। আকাশে সূর্য না থাকায় দিনের তাপমাত্রা কমে গিয়ে আগামী কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।