ওয়াসার সুপেয় পানি সরবরাহ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবি
ওয়াসার নোংরা পানি সরবরাহ, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জামাত খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদসহ আরও অনেকে।
বক্তারা জানান, রাজশাহী ওয়াসা যে পানি সরবরাহ করছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সম্প্রতি ওয়াসার পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া, ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হয়েছে, যা জনস্বার্থের বিপক্ষে। বক্তারা দাবি করেন, অবিলম্বে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এবং পানির দাম সহনীয় পর্যায়ে রাখতে ওয়াসাকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে বক্তারা নেসকোর বিদ্যুতের সেবার উপরও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন যে, নেসকো গ্রাহকদের অজান্তে অস্বাভাবিক বিল আদায় করছে এবং প্রিপেইড মিটার বাতিল করা উচিত। এছাড়া, বিদ্যুতের সরবরাহে যে অনিয়ম এবং দুর্নীতি চলছে, তা বন্ধ করার দাবি জানানো হয়। বক্তারা জানান, বিদ্যুতের মিটার রিডিং ছাড়া অযৌক্তিক বিলিং বন্ধ করতে হবে এবং গ্রাহকদের সুষ্ঠু সেবা দিতে হবে।
মানববন্ধনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসন্ন, তাই খাদ্য ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বাজার মনিটরিং বৃদ্ধি, ভেজাল নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, যদি এসব সমস্যা দ্রুত সমাধান না করা হয়। তাহলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
আশিকুর রহমান